খেলাধুলা

ব্রাজিলের কাছে আর্জেন্টিনার হার

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২৩ , ৯:০৭:৪৪ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

ফিফা নারী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ব্রাজিল। হ্যাটট্রিক করেছেন দলটির ২৩ বছর বয়সী ফরোয়ার্ড আরি বোর্জেস। অন্যদিকে হেরে গেছে ব্রাজিরের প্রতিবেশী দেশ আর্জেন্টিনা।

পানামার বিপক্ষে এদিন ৪-০ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ম্যাচের ১৯ মিনিটে হলুদ শিবিরকে প্রথম গোল এনে দেন বোর্জেস। ৩৯ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই ফরোয়ার্ড। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে দলটি।

বিরতির পরে ৪৮ মিনিটের মাথায় ব্রাজিলকে তৃতীয় গোল এনে দেন বিয়া জানেরাত্তো। আর ৭০ মিনিটের মাথায় নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বোর্জেস। মেয়েদের বিশ্বকাপ ইতিহাসে এটি ২৫তম হ্যাটট্রিক। এবারের বিশ্বকাপে এটিই প্রথম।

পানামার বিপক্ষে জিতে ‘এফ’ গ্রপের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে উঠে গেল ব্রাজিল। গতকাল রোববার গ্রুপের প্রথম ম্যাচে ফ্রান্সের সঙ্গে গোলশূন্য ড্র করে জ্যামাইকা।

এদিকে ‘জি’ গ্রপের খেলায় ইতালির বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল খেয়ে হার দেখতে হয় আর্জেন্টিনার মেয়েদের। ৮৭তম মিনিটে ইতালির হয়ে একমাত্র গোলটি করেন ক্রিস্তিয়ানা গিরেল্লি। দলটি আছে পয়েন্ট তালিকার তলানিতে।

আরও খবর

Sponsered content

Powered by