চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় শিলচরের ভাষা শহীদের স্মরণে ভাষা সংহতি মিছিল ও শ্রদ্ধা নিবেদন

  প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৭:৪২:১৫ প্রিন্ট সংস্করণ

খায়রুল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ভারতের আসামের শিলচরের বাংলা ভাষার স্বীকৃতির আদায়ের লড়াইয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো ১১ ভাষা শহীদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় ভাষা সংহতি মিছিল ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর থেকে ভাষা সংহতি মিছিল বের করে তিতাস আবৃত্তি সংগঠন।
মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে এসে শেষ হয়। এরপর সেখানে শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ কর্মসূচিতে ভারতের আগরতলা থেকে আসা ‘কাব্যায়ন’ নামে একটি সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরাও অংশ নেন।

মিছিল শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এ. এস. এম. শফিকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by