চট্টগ্রাম

ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা, কাউন্সিলরের ৩ বছর সাজা

  প্রতিনিধি ৮ জানুয়ারি ২০২৪ , ৪:৪১:৫৭ প্রিন্ট সংস্করণ

ভোটকেন্দ্র বন্ধের চেষ্টা, কাউন্সিলরের ৩ বছর সাজা

চট্টগ্রামের বাঁশখালীতে ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ মনোনীত বাঁশখালীর আলোচিত এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর এক অনুসারী আব্দুল গফুর (৩৯) নামে একজনকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) নির্বাচনী এলাকায় দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ খাইরুল ইসলাম চৌধুরী। অভিযুক্ত আব্দুল গফুর বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

রোববার নির্বাচনকালীন (৭ জানুয়ারী) দক্ষিণ জলদী আস্করিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র বন্ধ চেষ্টার অভিযোগে প্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ৮১ অনুচ্ছেদ অনুসারে তাকে তিন বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ বলেন, কাউন্সিলর আব্দুল গফুর ভোট কেন্দ্র বন্ধ করে দেওয়ার চেষ্টা করেন। তিনি পুলিশের সাথে ঐদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এসবের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

আরও খবর

Sponsered content

Powered by