খুলনা

ভোমরা বন্দরে আমদানি-রফতানি বন্ধ ৫ দিন

  প্রতিনিধি ২৩ অক্টোবর ২০২০ , ১:৫২:৩১ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ অনলাইন:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা বন্দরে শুক্রবার (২৩ অক্টোবর) থেকে টানা পাঁচ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। ভারতীয় ঘোজাডাঙ্গা বন্দর সিএন্ডএফ এজেন্ট কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয়দেব সরকার স্বাক্ষরিত এক পত্রে এ কথা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, দুর্গা উৎসব উপলক্ষে ২৪ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত আমদানি-রফতানি সংক্রান্ত সব কার্যক্রম থেকে বিরত থেকে করোনা মোকাবিলায় যথাযথ নিয়ম মেনে শারদীয় উৎসব পালন করা হবে।

অন্যদিকে ভোমরা বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম জানান, আগামী বুধবার ২৮ অক্টোবর পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টম শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আমির মামুন জানিয়েছেন, সরকারি ছুটি ছাড়া অন্য দিনগুলোতে পাসপোর্ট যাত্রীদের জন্য অফিস খোলা থাকবে।

আরও খবর

Sponsered content

Powered by