বরিশাল

মঠবাড়িয়ায় ৭ই মার্চ পালনের প্রস্তুতি সভা

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৭:১৯:০০ প্রিন্ট সংস্করণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :

ঐতিহাসিক ৭ই মার্চ দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী, ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা এবং জাতীয় দিবস যথাযোগ্য মর্যদায় পালনে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ গোলাম মোস্তফা, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ আলী হাসান, ওসি মাসুদুজ্জামান মিলু, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু, শরীফ আলমগীর হোসেন, বেলায়েত হোসেন, সাংবাদিক জাহিদ উদ্দিন পলাশ, মজিবর রহমান, মিজানুর রহমান মিজু, জুলফিকার আমীন সোহেল, ইসরাত জাহান মমতাজ, শাহজাহান প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জাতীয় পতাকার সম্মান রাখতে হবে।

জাতীয় পতাকার অবমাননাকর পরিস্থিতি দেখলে প্রশাসনকে অবহিত করার অনুরোধ করেন। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান জাতীয় পতাকার অবমাননা করলে তাকে আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

 

আরও খবর

Sponsered content

Powered by