আন্তর্জাতিক

মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

  প্রতিনিধি ২৩ মার্চ ২০২৪ , ৮:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

মস্কোর কনসার্ট হলে হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

রাশিয়ার রাজধানী মস্কোর কনসার্ট হলে সন্ত্রাসী হামলার ঘটনায় ১১ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে চার জন হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল। শনিবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। এ ঘটনায় ৯৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের অনুগত ইসলামিক স্টেট খোরাসান এই হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।

ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান প্রেসিডেন্ট পুতিনকে ১১ জন গ্রেপ্তারের খবর জানিয়েছেন। এদের মধ্যে চার জন হামলার সঙ্গে সরাসরি জড়িত ছিল। 

প্রেসিডেন্ট পুতিন হামলার ঘটনায় এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে যারা আহত হয়েছেন তারা যাতে দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য চিকিৎসাকর্মীদের নির্দেশনা দিয়েছেন পুতিন।

আরও খবর

Sponsered content

Powered by