Uncategorized

মহেশপুরে মাদক, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতরোধে ক্যাম্পেইন

  প্রতিনিধি ৩১ আগস্ট ২০২০ , ৮:০৬:৩১ প্রিন্ট সংস্করণ

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে মাদক, বাল্য-বিবাহ ও আত্মহত্যা প্রতরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা পরিষদের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে শিক্ষক, ইমাম, সাংবাদিক, কাজী, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকার গন্যমান্য ব্যাক্তিদের নিয়ে মাদক, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীলের সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য এ্যাড.শফিকুল আজম খান চঞ্চল। বিশেষ অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান ময়জউদ্দিন হামিদ, মহেশপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার সাইফুল ইসলাম।

আরও খবর

Sponsered content

Powered by