রাজশাহী

মান্দায় মাস্কের ফেরিওয়ালা

  প্রতিনিধি ৬ জুলাই ২০২১ , ৭:২৩:১০ প্রিন্ট সংস্করণ

মান্দা (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর মান্দায় গ্রামগঞ্জে করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে পাড়া-মহল্লায় ছুটে চলেছেন সামজসেবক দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু। জনসচেতনা সৃষ্টি লক্ষে ব্যক্তিগত উদ্যোগে গত এক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করছেন তিনি। তার এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ‘মাস্কের ফেরিওয়ালা’ উপাধি দিয়েছেন এলাকাবাসি।

দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু উপজেলার মৈনম ইউনিয়নের মৈনম বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা। প্রাণিসম্পদ দপ্তরের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা পশু চিকিৎসার পাশাপাশি এলাকার জলাবদ্ধতা নিরসন, রাস্তা সংস্কারসহ ইউনিয়নের বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছেন। করোনাভাইরাস প্রতিরোধে সুরক্ষা সামগ্রী নিয়ে গত এক সপ্তাহ ধরে মৈনম ইউনিয়নে কাজ করে যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে দেওয়ান ওয়ালি হোসেন পিন্টু বলেন, গ্রামগঞ্জে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আমাদের চলাফেরা করতে হবে। এজন্য বাড়ি বাড়ি ঘুরে সুরক্ষা সামগ্রী বিতরণসহ জনসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাচ্ছি।

 

আরও খবর

Sponsered content

Powered by