খুলনা

মাস্ক পরাতে প্রশাসনের অভিযান শুরু

  প্রতিনিধি ১৫ মার্চ ২০২১ , ৬:৩৯:৫২ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ বাড়ায় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার বিষয়টি নিশ্চিত করতে যশোরে অভিযান শুরু হয়েছে। 

জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের নীলগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন।

অভিযানকালে তিনি মাস্ক পরার বিষয়ে সচেতনতা বার্তা দেয়ার পাশাপাশি মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সবাইকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এতে কাজ না হলে আগামীতে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রণালয়ের নির্দেশে জেলার ৮ উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে একাধিক টিম এ অভিযান পরিচালনা করছে বলে তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by