রংপুর

সাঘাটায় অগ্নিকান্ডে ১৫ লাখ টাকার ক্ষতি

  প্রতিনিধি ৪ মার্চ ২০২১ , ৬:৫০:৫০ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

গাইবান্ধার সাঘাটা উপজেলার চন্দনপাঠ গ্রামের ৩টি পরিবারে অগ্নিকান্ডে ৫টি ঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানা গেছে, গত বুধবার উপজেলার কচুয়া ইউনিয়নের চন্দনপাঠ গ্রামের তমিজ উদ্দিন, খোকন, ময়নুল ইসলামের বাড়িতে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে ৫টি ঘর, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র ও বিভিন্ন মালামালসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

এ ঘটনায় বোনারপাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল হামিদ জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

কচুয়া ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বকুল জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এসব পরিবারদের সরকারীভাবে আর্থিক সহায়তা দরকার।

 

আরও খবর

Sponsered content

Powered by