চট্টগ্রাম

মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা

  প্রতিনিধি ২২ মে ২০২১ , ৮:১৩:২১ প্রিন্ট সংস্করণ

নোয়াখালী প্রতিনিধিঃ

মুজিববর্ষ ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উপলক্ষে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে বিনামূল্যে ৩ সপ্তাহ ব্যাপী চক্ষু চিকিৎসা কার্যক্রম শনিবার সকাল থেকে শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানাগেছে, স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ ন্যাশনাল আই কেয়ার এবং জাতীয় চক্ষু বিজ্ঞান ইনিস্টিটিউট ও হাসপাতালের বাস্তবায়নে ২২ মে থেকে ১০ জনু পর্যন্ত ৩ সপ্তাহব্যাপী বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স সংযোজন কার্যক্রম পরিচালিত হবে। সকালে উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম, সিনিয়র কনসালটেন্ট ডা. কাজী মনিরুল ইসলাম,জুনিয়র কনসালটেন্ট ডা. মো.আরাফাত, মেডিকেল অফিসার ডা. মো. শিবলি প্রমুখ। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হাসপাতালের বহিঃ বিভাগে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।

 

 

আরও খবর

Sponsered content

Powered by