চট্টগ্রাম

যোরারগঞ্জ থানায় চোরাই তেলের কারবারি আটক

  প্রতিনিধি ৩ জুলাই ২০২০ , ১০:০১:৪২ প্রিন্ট সংস্করণ

যোরারগঞ্জ থানায় চোরাই তেলের কারবারি আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাই উপজেলার যোরারগঞ্জ থানা পুলিশ এক চোরাই তেলের কারবারিকে গ্রেফতার করেছে। আটক কৃতের কাছ থেকে ১৫০ লিটার চোরাই তেল ও তেল চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকালে যোরারগঞ্জ থানার উত্তর সোনাপাহাড়ের চিনকি আস্তানা নামক স্থানের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে সালেহ আহম্মের দোকান থেকে এই চোরাই তেল উদ্ধার ও আসামি আটক করা হয়। যোরারগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, এসআই নিবাস কুমার ভট্টাচার্য্য, এসআই মো. ইসমাইল, এসআই মো. আজিজুল ইসলাম, এএসআই মো. মহি উদ্দিন, এএসআই মো. সাদ্দাম হোসেন এবং জরুরী ডিউটিতে নিয়োজিত সঙ্গীয় ফোর্সসহ পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী নেতৃত্বে একটি অভিযোগের ভিত্তিতে যোরারগঞ্জ থানার চিনকি আস্তানা নামক স্থানে একটি চোরাই তেলের দোকানে অভিযান চালনা করা হয় । অভিযানের সময় চোরাই করাবারিরা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ১। ছালেহ আহাম্মদ দুলাল(৪০), ২। মো. দিদার (২৫), ৩। তাহের আহাম্মদ (২৭), সর্ব পিতা-মনির আহম্মদ, ঘটনা স্থল থেকে পালিয়ে যায় । তবে ঘটনাস্থল থেকে মো. সালাহ উদ্দিন (৩২), পিতা-বশির আহম্মদ, কে আটক করতে সক্ষম হয়। আটক কৃত সালাহ উদ্দিন উত্তর সোনাপাহাড়, ০৬নং ওয়ার্ডের বাসিন্দা। যোরারগঞ্জ থানা ওসি তদন্ত হেলাল উদ্দিন জানান, উলে­খিত আসামীরা দীর্ঘদিন যাবৎ মহাসড়কে চলাচল কারী তৈল পরিবহনকারী বাহন থেকে তৈল চুরি করে তা ক্রয়-বিক্রয় করে আসছিল। আসামীরা সঙ্গবদ্ধ অভ্যাসগত সক্রিয় চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by