রংপুর

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতার প্রতিচ্ছবি বিরামপুরের শাখা যমুনা নদী

  প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২১ , ৫:০৬:৫৮ প্রিন্ট সংস্করণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতার প্রতিচ্ছবি হিসাবে ফুটে উঠেছে বিরামপুরের শাখা যমুনা নদী। বৈশাখ মাসে এ নদীর কোথাও শুকিয়ে গেছে, কোথাও রয়েছে হাঁটু জল।

প্রবীণরা জানান, বিরামপুর শহরের উপর দিয়ে বয়ে চলা শাখা যমুনা নদী দিয়ে এক সময় পাল তোলা নৌকা চলতো। নদী কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যের ফলে গড়ে ওঠে বিরামপুর শহর। কালের আবর্তে এখন এই নদী অপেক্ষাকৃত ভরাট ও সরু হয়ে পড়েছে।

বর্ষার পানিতে দু’কূল ভরে উঠলেও খরা মৌসুমে তা শুকিয়ে যায়। আর বৈশাখ মাসে এ নদী যেন হয়ে ওঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমাদের ছোট নদী’ কবিতার মতো।

হাঁটু পানি ডিঙ্গিয়ে নদী পারাপার হতে দেখলে মনে জাগ্রত হয়ে ওঠে, ‘আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে’।

 

Powered by