দেশজুড়ে

রমজানে রাজশাহীতে বিক্রি শুরু টিসিবির পণ্য

  প্রতিনিধি ৮ এপ্রিল ২০২১ , ৮:১৫:১১ প্রিন্ট সংস্করণ

রাজশাহী প্রতিনিধি:

 

মাহে রমজান উপলক্ষে রাজশাহী ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি শুরু করেছে। মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে খেজুর-ছোলাসহ ৬টি পণ্য বিক্রি করা হচ্ছে। টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্তকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, মাহে রমজান উপলক্ষে টিসিবির পণ্য দিচ্ছে সরকার।

 

চিনি, সয়াবিন তেল, মসুর ডাল, খেজুর, ছোলা, পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। চলবে পুরো রমজান পর্যন্ত। খোঁজ নিয়ে জানা গেছে, রাজশাহী জেলা ও মহানগর মিলে ২৬টি পয়েন্ট ডিলার পণ্য বিক্রি করছে। মহানগরীর মধ্যে কোর্ট স্টেশন, তালাইমারী, নওদাপাড়া, চিড়িয়াখানার সামনে, সাহেববাজার ভুবন মোহন পার্কে। তবে গতকাল বুধবার থেকে চারটি বেড়ে ৩০টি পয়েন্ট টিসিবির পণ্য বিক্রি করছে ডিলাররা।

অন্যদিকে মহানগরীর পয়েন্টগুলোতে টিসিবির পণ্য কিনতে ভিড় লক্ষ্য করা গেছে। সবার মুখে মাস্ক থাকলেও সামাজিক দূরুত্ব নিশ্চিতের বিষয়টি মানতে দেখা যায়নি। অনেকটাই পাশাপাশি দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনছেন।

 

টিসিবির পণ্য ক্রেতা রহিমা বলেন, মাস্ক পরেছি। ফাঁকা-ফাঁকা দাঁড়িয়ে ছিলাম। জিনিস দেওয়ার শুরুর পরে পাশ-পাশি হয়ে গেছে সবাই। তাছাড়া লাইন ফাঁকা থাকলে লোকজন ঢুকে পড়ার চেষ্টা করে।

প্যাকেজের বিষয়ে টিসিবির রাজশাহী কার্যালয়ের গুদাম কর্তকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, টিবিসির পণ্য বিক্রিতে কোনো ধরনের প্যাকেট নেই। প্যাকেট আকারে বিক্রির অভিযোগ পেলে তার বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা হবে।

আরও খবর

Sponsered content

Powered by