দেশজুড়ে

রাঙ্গুনিয়ায় বাইসাইকেল উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৩ , ৭:১৯:৪১ প্রিন্ট সংস্করণ

রাঙ্গুনিয়ায় বাইসাইকেল উপহার পেল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বাইসাইকেল পেয়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলার নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে সাইকেলগুলো তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার।


এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর রাজনীতি দেশের মানুষের কল্যাণে। শিক্ষার্থীদের পড়ালেখার বিষয়ে তার আন্তরিকতার বহিঃপ্রকাশ বাইসাইকেল উপহার। এর আগে এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সরকারিভাবে ৫টি ঘর ইতিমধ্যে
বিতরণ করা হয়েছে। আরও ৫টি ঘর দেওয়া হবে।

পাহাড়ী জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রী ও রাঙ্গুনিয়ার অভিভাবক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ চৌধুরী
আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন বলে তিনি দাবি করেন।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক জগলুল হুদা, ইউএনও কার্যালয়ের সিএ সাধন চাকমা, ইসলামপুর ইউনিয়ন পরিষদের রইস্যাবিলি ওয়ার্ডের সদস্য বিপর্সি তংচংগ্যা প্রমূখ।

আরও খবর

Sponsered content

Powered by