দেশজুড়ে

রামপালে আড়াই হাজার পরিবারের মাঝে বীজ ও সার প্রদান

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৭:৩৬:২৩ প্রিন্ট সংস্করণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : করোনা মোকাবেলায় দীর্ঘ মেয়াদী ফসল উৎপাদনের লক্ষ্যে রামপালের মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম নিজস্ব তহবিল থেকে হাজার টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার বীজ বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন গত কয়েকদিন ধরে তিনি তার কর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে বীজ বিতরণ করেন

জানা গেছে, করোনার কারনে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সরকারি বেসরকারি খাদ্য সহায়তার পাশাপাশি তিনি নিজস্ব তহবিল থেকে বিভিন্নভাবে সহযোগীতা করে আসছেন এরই অংশ হিসাবে তিনি ধান চাষ মৎস্য চাষের পাশাপাশি সবজি উৎপাদন বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছেন

তিনি জানান, কর্মহীনদের কর্মমূখি করার জন্য আড়াই হাজার পরিবারের মাঝে প্রকারের বীজ বিতরণ করা হয় যাতে প্রতিটি পরিবারের সদস্যরা বাড়ির পতিত আঙ্গিনায় বীজ রোপন করে তাদের শাক সবজির চাহিদা মেটাতে পারে বিষমুক্ত সবজি চাষে পরিবারগুলোকে উদ্ভুদ্ধ করা হয়েছে প্রত্যেক বাড়িতে সবজি চাষ করা হলে পরিবারের সদস্যরা টাটকা বিষমুক্ত সবজি খেতে পারবে এতে তাদের শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি পাবে

এছাড়াও প্রতিটি পরিবার যাতে সাবলম্বি হতে পারে সে জন্য আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে এই ইউনিয়ন সমৃদ্ধশালী হতে পারে তার জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন

আরও খবর

Sponsered content

Powered by