আন্তর্জাতিক

রাশিয়া টিকার প্রথম চালান পাঠাল ইরানে

  প্রতিনিধি ৪ ফেব্রুয়ারি ২০২১ , ৭:০৭:২৬ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

রাশিয়া থেকে ইরানে পাঠানো হয়েছে করোনার রাশিয়ান টিকা ‘স্পুটনিক-ভি’ এর প্রথম চালান। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি জানিয়েছেন, করোনার টিকার প্রথম চালান বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে।

পার্স টুডের এক খবরে জানা যায়, বিশ্বের ১৬টি দেশে রাশিয়ার তৈরি টিকা ‘স্পুটনিক-ভি’ অনুমোদন পেয়েছে। ইরান ১৬তম দেশ হিসেবে এ টিকা অনুমোদন করেছে। গত সপ্তাহে করোনার টিকা কেনার পাশাপাশি যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার সঙ্গে ইরানের চুক্তি সই হয়।

কাজেম জালালি জানান, কয়েক মাস ধরে রুশ টিকা ‘স্পুটনিক-ভি’ মানুষের শরীরে প্রয়োগ করা হচ্ছে। এ পর্যন্ত ৩০ লাখের বেশি মানুষ এই টিকা নিয়েছেন। কোনো খারাপ প্রভাব দেখা যায়নি।

আরও খবর

Sponsered content

Powered by