চট্টগ্রাম

রায়পুরে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২০ , ৩:২৬:২২ প্রিন্ট সংস্করণ

রায়পুর লক্ষ্মীপুর প্রতিনিধি:

মুজিব বর্ষের মূলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মংনেথোয়াই মারমা, রায়পুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ, রায়পুর পৌর মেয়র হাজী ইসমাইল খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিন চৌধুরী, এসিল্যান্ড আক্তার জাহান সাথী, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল হায়দার বাবুল পাঠান, রায়পুর পৌর আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব কাজী জামশেদ কবির বাক্কী বিল্লাহ্ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত চেয়ারম্যান মেম্বার গন।

অনুষ্ঠানে বক্তারা বলেন পুলিশই জনতা জনতাই পুলিশ পুলিশকে জনগণের বন্ধু ভেবে আইন শৃঙ্খলার উন্নয়নে পুলিশের পাশে থেকে সাহায্য করার জন্য অনুরোধ করা হয়, মাদক ইভটিজিং ও ধর্ষন প্রতিরোধে পুলিশের পাশাপাশি বাবা মা তাদের সন্তানদের সঠিক সময়ে সঠিক শিক্ষা দিলে সমাজে এর পরিবর্তন পরিলক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

 

আরও খবর

Sponsered content

Powered by