চট্টগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে পিটুনিতে আরসা সন্ত্রাসী নিহত, গুলিবিদ্ধ ৩

  প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৩:৩৫:০৮ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক :

কক্সবাজারের উখিয়া উপজেলায় আরসা সন্ত্রাসীদের গুলিতে তিন রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। আজ রোববার ভোরে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমারখোলা ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ওয়ান ব্লকে এ ঘটনা ঘটে।

পরে রোহিঙ্গাদের পিটুনিতে এক আরসা সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত ওই সন্ত্রাসীর পরিচয় জানা যায়নি। আহতরা হলেন জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) ও তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫) ও জুবায়ের (১৮)।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, ভোরে ক্যাম্পের জি ওয়ান ব্লকে আরসা সন্ত্রাসীরা এসে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। রোহিঙ্গা ক্যাম্পের সদস্যরা চিৎকার করলে আশপাশের বাসিন্দারা একত্রিত হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নাগরিক আহত হন। পরে রোহিঙ্গারা এক সন্ত্রাসীকে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by