রাজশাহী

লালপুরে প্রাণিসম্পদ এর প্রদর্শনী

  প্রতিনিধি ৫ জুন ২০২১ , ৭:৪০:৪২ প্রিন্ট সংস্করণ

নাহিদ হোসেন, লালপুর (নাটোর) প্রতিনিধি:

দেশব্যাপী কর্মসূচীর অংশগ্রহণ হিসেবে নাটোরের লালপুরে উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার বেলা ১১ টায় দিকে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এই প্রদর্শনীর জন্য পশু ও পাখির ৩১ টি স্টল দেয় বিভিন্ন খামারীরা। এসব স্টল প্রর্দশনী শেষে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার ( দায়িত্বপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তারের সভাপেিত্ব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ানম্যান ইসাহাক আলী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ সুমারী খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম. খামারি মমিনুল ইসলাম প্রমুখ । অনুষ্ঠানে প্রর্দশনী স্টোল এর খামারিদের মধ্যে ১ম,২য় ও ৩য় পুরুষ্কার হিসেবে চেক ও সনদ প্রদান করা হয় । এছাড়া অনান্য খামারিদের মধ্যে শান্তনা পুরুষ্কার হিসেবে নগদ অর্থ দেওয়া হয়েছে ।

আরও খবর

Sponsered content

Powered by