দেশজুড়ে

লোহাগড়ায় করোনা শনাক্তের সংখ্যা ২৮৮

  প্রতিনিধি ২৪ জুলাই ২০২০ , ৭:৫৯:৪৫ প্রিন্ট সংস্করণ

লোহাগড়ায় করোনা শনাক্তের সংখ্যা ২৮৮

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে গত সোমবার মারা যাওয়া ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। তিনি হলেন অবসরপ্রাপ্ত সেনাসদস্য শেখ নজরুল ইসলাম (৫৪)। নজরুল উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্যপাড়ার আবদুর রশিদ শেখের ছেলে। উপজেলায় কোভিড-১৯ রোগে তিনিই প্রথম মারা গেলেন। শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা (সংক্রামক রোগ নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত) রিপন কুমার ঘোষ জানান, শেখ নজরুল ইসলাম করোনাভাইরাস পরীক্ষার জন্য গত রোববার হাসপাতালে এসে নমুনা দেন। বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবের প্রতিবেদনে পজিটিভ আসে। তার আগেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ পলী রানী মৈত্র জানান, গত ২৪ ঘণ্টায় শেখ নজরু ইসলামসহ ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে পৌর এলাকায় ৭ জন রয়েছেন। এ নিয়ে উপজেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২৮৮।

আরও খবর

Sponsered content

Powered by