ঢাকা

শক্তি ফাউন্ডেশনের ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে গোপালগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

  প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৩ , ৮:০৭:০৪ প্রিন্ট সংস্করণ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ 
“৩১তম বর্ষে সবুজায়নে শক্তি” -এ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশের ৫৫ টি জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ৫০ টি করে গাছের চারা লাগানোর যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় সোমবার (৩ এপ্রিল) বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সুশাসন চত্ত্বরে ৫০টি ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, আম্রপালি আমের চারা রোপণের মাধ্যমে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন।
এসময় শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর (অডিট) খাদেম আহমেদ, এরিয়া সুপারভাইজার শেখ শাহীন হোসেন, ট্রেইনি সুপারভাইজার মো.মনিরুজ্জামান, ফাইন্যান্স সুপারভাইজার শিশির কুমার দাস,  শাখা ব্যবস্থাপক মো.মহাসীন, মো. কামাল হোসেন, একাউন্টেন্ট মো. অহিদুল ইসলাম সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

Powered by