খুলনা

শরণখোলায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প

  প্রতিনিধি ১৭ আগস্ট ২০২০ , ৭:১৫:৫৬ প্রিন্ট সংস্করণ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার দিনব্যাপী বরিশাল সিএমএইচ’র ৭ পদাতিক ডিভিশনের ২৮ পদাতিক বিগ্রেডের অধিনস্ত ৪৩ বীরের তত্তাবধায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্প স্থাপন করে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। এসময় চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন, বরিশাল শেখ হাসিনা সেনাবাহিনীর ২৮ পদাতিক বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম পিবিজিএম, এনডিসি, পিএসসি। পরিদর্শনকালে তাদের সাথে ৪৩ বীরের অধিনায়ন লেফটেন্যান্ট কর্ণেল শামস ইয়াসীন খান পিএসসি, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পলিশ সুপার মিজানুর রহমান, থানা পুলিশের অফিসার ইন চার্জ এসকে আব্দুল্লাহ আল সাইদ উপস্থিত ছিলেন। চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সেনাবাহিনী তিন শতাধিক গর্ভবতী নারীকে বিনা মূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করেন। পরিদর্শন শেষে সংসদ সদস্য এ্যাডঃ আমিরুল আলম মিলন ও বিগ্রেডিয়ার জেনারেল মাসুম গর্ভবতী মায়েদের সাথে কথা বলেন এবং হতদরিদ্রদের মাঝে করোনা প্রতিরোধক ও শুষ্ক খাবার বিতরন করেন। পরে তারা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে স্থানীয় প্রশাসন, চিকিৎসক, জনপ্রতিনিধি ও গন্যমাণ্য ব্যাক্তিদের সাথে মতবিনিময় করেন।

আরও খবর

Sponsered content

Powered by