দেশজুড়ে

পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন

  প্রতিনিধি ২ ডিসেম্বর ২০২৩ , ২:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

শান্তিচুক্তির অগ্রযাত্রার ২৬তম বর্ষপূর্তি উদযাপন

আজ ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি। বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য শান্তি চুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে বেলুন ও পায়ড়া উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

পরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীতে সেনা রিজিয়ন,পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন,সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা, এবং বাঙ্গালী সহ পাহাড়ি বিভিন্ন সম্প্রদায়ের হাজারো জনগোষ্ঠী আনন্দ র‍্যালীতে অংশগ্রহণ করে।

র‍্যালী পরবর্তী পার্বত্য শান্তি চুক্তির ২৬ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রাজার মাঠে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথি বৃন্দ। 

র‍্যালী পরবর্তী রাজার মাঠে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির অগ্রযাত্রার ২৬তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

সেনা রিজিয়ন ও জেলা পরিষদের আয়োজনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, জেলা পুলিশ সুপার সৈকত শাহীন, জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ, জোন কমান্ডার লেঃ কর্নেল মাহমুদুল হাসান,ডিজিএফআইয়ের ডেট কমান্ডার,কর্নেল সরদার ইসতিয়াক আহমেদ,অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম,পৌরসভার মেয়র,মোঃ সামসুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ সহ সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ বলেন শান্তি চুক্তি পরবর্তী সময়ে আমরা পার্বত্য চট্টগ্রামে এর সুফল ভোগ করছি।তিনি বলেন স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সকল সরকার পার্বত্য চট্টগ্রামের জনসাধারণের জীবনমানের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করেছে এবং চুক্তি বাস্তবায়নে আন্তরিক ছিলো।সেনাবাহিনী পার্বত্য বান্দরবানে আইনশৃঙ্খলা সহযোগী সহ আমরা চাই স্থিতিশীল নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকুক।

দিবসটি উপলক্ষে জেলা সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনীর উদ্যোগে ফ্রী মেডিক্যাল ক্যাম্পিং, এবং বিনামূল্যে রোগিদের মাঝে ঔষধ সরবরাহ করা হয়। এছাড়া বিকেলে জেলা স্টেডিয়ামে প্রীতি হ্যান্ডবল,ফুটবল প্রতিযোগিতা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 

Powered by