দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষকের ধান কেটে দিলেন উপজেলা প্রশাসন

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৭:২১:৫৯ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : দেশে করোনাভাইরাস মহামারীতে শ্রমিক সংকট সেই সময় শেরপুর জেলার জেলা প্রশাসক আনার কলি মাহবুবের সহযোগিতায় কৃষি অধিদপ্তরের বাস্তবায়নে  কৃষকের ধান কেটে দিলেন উপজেলা প্রশাসন

আজ মঙ্গলবার দুপুর দেড়টার সময় উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের কৃষক সৌচিন্দ্র এর ২০০ শতাংশ জমির বোর পাঁকা ধান কেটে বাড়ি পৌছে দিয়েছেন উপজেলা প্রশাসন

ধান কাটার অত্যাধনিক মেশিন উপজেলা কৃষি অফিস থেকে জনৈক্য কৃষককে সরকারের ভুর্তকী দিয়ে প্রদান করা হয়েছে মেশিন দ্বারায় ৪০/৫০ মিনিটে এক একর জমির ধান কাটা যায় কৃষক সৌচিন্দ্র বলেন শ্রমিক পাই না আজ তারা এসে আমার পাঁকা ধান কেটে দিয়ে অনেক টাহা বাচালো, নতে আমগো একর প্রতি ১০/১২ হাজার টাহা লাগতো ধান কাটতে

ধান কাটার সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ, কৃষি অফিসার হুমায়ুন কবির খন্দকার মুনজুরুল হক প্রমুখ   কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির বলেন বিনা মূল্যে কৃষকের ধান কেটে দেয়া হলো এতে কৃষকটি লাভবান হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন শ্রমিক সংকটে জেলা প্রশাসক মহোদয়ের আর্থিক সহযোগিতায় কৃষকের দুই একর জমির পাঁকা ধান আজ কেটে দেয়া হলো

আরও খবর

Sponsered content

Powered by