দেশজুড়ে

শেরপুরের ঝিনাইগাতীতে নগদ টাকা, উপহার সামগ্রী ও ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

  প্রতিনিধি ১০ মে ২০২০ , ৭:৩৭:৪৭ প্রিন্ট সংস্করণ

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ রবিবার বেলা ১২টার সময় ফাকরাবাদ একতা উচ্চ বিদ্যালয়ের মাঠে করোনা ভাইরাসে কর্মহীন,দুস্থ্য, অসহায় প্রতিবন্ধি বয়স্কদের মাঝে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সালমা বেগমের উদ্যোগে প্রাক্তন শিক্ষার্থী  সমাজে দানশীল ব্যাক্তিবর্গে সহযোগিতায় নগদ অর্থ,উপহার সামগ্রী ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে

জানা গেছে ৩০০ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হয় ২২০জনকে চাল,ডাল  তৈল,মুুড়ি পেঁয়াজ সহ ১১টি আইটেম নিয়ে অন্যান্য খাদ্যসামগ্রী উপহার প্রাথমিক স্বান্থ্য সেবার জন্যে ২টি স্যালাইন,১০পিস নাপা,১০ পিস এন্টাসিড ১০পিস মেট্রো ট্যাবলেট বিতরণ করা হয়েছে বাকি ৮০ জনকে নগদ ৫শ টাকা করে প্রদন করা হয়ছে

বিতরণের আগে বিদ্যালয়ের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস,এম আমিরুজ্জামান লেবু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, সহকারী শিক্ষিকা উদ্যোক্তা মিসেস সালমা বেগম কার্যক্রমের সার্বিক সহযোগিতায় শাসছুল হক শামীম শাহীনূর আলম বক্তব্য রাখেন এলাকাবাসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন

আরও খবর

Sponsered content

Powered by