রাজশাহী

সাঁথিয়ায় কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  প্রতিনিধি ১৫ জুলাই ২০২০ , ৭:৩৫:১০ প্রিন্ট সংস্করণ

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি : মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে পাবনার সাঁথিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার, খাল-বিল ও নদীতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে বুধবার দুপুরে উপজেলার নন্দনপুর ইউনিয়নে সোনাইবিল প্লাবন ভূমিতে অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে নন্দনপুর বাজারে এ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাজমুল হোসেন। এ সময় সাথে ছিলেন সাঁথিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আ. লতিফ, পাবনা জেলা মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবুল, ইউপি সদস্য আ. হামিদ ফকির প্রমুখ। সহকারী মৎস্য কর্মকর্তা জানান, অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Powered by