রংপুর

সাঘাটায় কাবিটা মাটি কাটার কাজ পরিদর্শন

  প্রতিনিধি ৩০ জানুয়ারি ২০২১ , ৪:৪২:৩৯ প্রিন্ট সংস্করণ

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি :

২০২০-২০২১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) ১ম পর্যায়ে কর্মসূচির আওতায় ৪১ লক্ষ ৬৪ হাজার ৮শ ৯৭ টাকা ব্যয়ে ১০টি ইউনিয়নে ১৩টি রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে। এসব প্রকল্পের সংস্কার কাজগুলো সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু সরেজমিনে তদারকি করছেন। উল্লেখ্য, সম্প্রতি বন্যায় সাঘাটা উপজেলার কামালেরপাড়া, জুমারবাড়ী, সাঘাটা, হলদিয়া, পদুমশহর, কচুয়া সহ ১০টি ইউনিয়নের বিভিন্ন রাস্তা ভেঙ্গে গিয়ে জনগণের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে। এসব জনগণের চলাচলে দুর্ভোগ লাঘবে দ্রুত গতিতে প্রকল্পের কাজ চলছে। কামালেরপাড়া ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, আমার ইউনিয়নের জাঙ্গালিয়ার দক্ষিণ পাড়া গ্রামের লোকজন একটি মাত্র রাস্তা দিয়েই যাতায়াত করতো। কিন্তু গত বন্যায় উক্ত রাস্তাটিতে চলাচল একেবারেই অনুপযোগী হয়ে পড়েছিল। উক্ত রাস্তাটির মাটিকাটার কাজ সম্পন্ন হলেই লোকজন অনায়াসে যাতায়াত করতে পারবে।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, চলতি অর্থবছরে উপজেলার কাবিটা প্রকল্পের রাস্তার মাটিকাটা কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য ইউপি চেয়ারম্যানদেরকে জানানো হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির জানান, সরকারী বরাদ্দে উন্নয়নমূলক কাজের পাশাপাশি ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বী মিয়া এমপি’র প্রচেষ্টায় আরো বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হবে। উপজেলার মানুষের চলাচলে যাতে দুর্ভোগ পোহাতে না হয় সেজন্যই কাবিটা রাস্তার মাটিকাটা কাজ প্রকল্পগুলো যাতে তারাতারি সম্পন্ন হয় এজন্য প্রকল্প সভাপতিদের তাগিদ দেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by