রাজশাহী

সাপাহারে আম সংগ্রহ অভিযান শুরু উপলক্ষে মতবিনিময় সভা

  প্রতিনিধি ২৫ মে ২০২১ , ৭:১৩:২১ প্রিন্ট সংস্করণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর সাপাহারে চলতি মওসুমের আম সংগ্রহ অভিযান শুরু উপলক্ষে আমাচাষি ও বিপণনকারীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুনের সভাপতিত্বে উপজেলা প্রশসন ও উপজেলা কৃষি অফিস আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী মো. আব্দুল মান্নান মিয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ। আমচাষিদের পক্ষে হাবিবুর রহমান, আড়ৎদার সমিতির পক্ষে বাপ্পী সরকার বক্তব্য রাখেন। এসময় সিনিয়র সহকারী পুলিশ সুপার বিনয় কুমার, সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Powered by