দেশজুড়ে

সাভারে কয়েকটি কারখানা শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ

  প্রতিনিধি ১২ এপ্রিল ২০২০ , ৮:৫৯:৩০ প্রিন্ট সংস্করণ

সাভার (ঢাকা) প্রতিনিধি :সাভারে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সড়কে নেমে ও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।  গতকাল রবিবার সকালে সাভার মডেল থানাধীন হেমায়েতপুরের রাকিব এ্যাপারেলস লিমিটেড, ওলাইল এলাকার জয়েন্ট টেক্স নীট ওয়্যার, ফুলবাড়িয়ার আরএমজি সোয়েটার ও রাজাশনের এপি ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিক তাদের বকেয়া বেতনের দাবিতে এই কর্মসূচি পালন করে। এদিকে শিল্প পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল গুলিতে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে আসে।
বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে, হেমায়েতপুরের রাকিব এ্যাপারেলস লিমিটেড কারখানার জানুয়ারী মাস থেকে বেতন দিচ্ছে না কারখানার কর্মরত শ্রমিকদের। পরে গতকাল বেতন দেওয়ার কথা থাকলেও বেতন না দেওয়ায় কারখানার প্রায় ২০০ শ্রমিক কারখানার সামনে অবস্থান করে। পরে ২৫ এপ্রিল বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকরা চলে যায়। অন্যদিকে জয়েন্ট টেক্স ও আরএমজি সোয়েটার কারখানার শ্রমিকরা মার্চ মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এবং রাজাসনের 'এপি ফ্যাশন লিমিটেড' কারখানার প্রায় ৩০০ শ্রমিক বেতনের দাবিতে আন্দোলন করলে মালিক কারখানার মেশিনারিজ বিক্রী করে আগামী ২০ এপ্রিল তাদের বেতন পরিশোধ করবে। এমন আশ্বাস দিলে শ্রমিকরা তাদের নিজ নিজ বাড়িতে চলে যায়। বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, সরকার শ্রমিকদের জন্য যে প্রণোদনা ঘোষণা করেছে সে প্রণোদনার শ্রমিকদের দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে। তবে বেতন কখন পাবে সেটা বলা হচ্ছে না। তাই সরকারে কাছে অনুরোধ করছি শ্রমিকদের বেকয়া বেতন ভাতা দ্রæত পরিশোধ করা হয়।  এ ব্যাপারে আশুলিয়া শিল্প পুলিশের (এসপি) সানা সামিনুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। তবে যে কোন অপ্রিতীকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে বলেও তিনি জানান।

আরও খবর

Sponsered content

Powered by