ঢাকা

সাভার-আশুলিয়ার বিভিন্ন অংশে টহলে র‌্যাব ও বিজিবি

  প্রতিনিধি ৩১ অক্টোবর ২০২৩ , ৫:২৩:১৩ প্রিন্ট সংস্করণ

সাভার-আশুলিয়ার বিভিন্ন অংশে টহলে র‌্যাব ও বিজিবি

বিএনপির ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর প্রবেশ মুখ আমিনবাজারে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। এছাড়া সাভার ও আশুলিয়ার বিভিন্ন অংশে টহল দিচ্ছেন র‌্যাব ও বিজিবি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে আমিনবাজার ও আশুলিয়ার সড়কে র‌্যাব-বিজিবিকে টহল দেওয়ার এমন চিত্র দেখা গেছে।

ঢাকা উত্তর ট্র্যাফিক ইন্সপেক্টর (প্রশাসন) হোসেন শহীদ চৌধুরী বলেন, মহাসড়কে যানবাহন চলছে। যাত্রী কম থাকার কারণে হয়ত পরিবহন কিছুটা কম আছে। বেলা বাড়ার  সঙ্গে সঙ্গে যাত্রীবাহী পরিবহনের সংখ্যা বাড়বে।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাসিদ বলেন, অবরোধ চলাকালীন সময়ে বিএনপি জামায়াত যেন কোনো ধরনের আগুন সন্ত্রাস করতে না পারে ও জানমালের ক্ষতিসাধন করতে না পারে সে কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by