দেশজুড়ে

সীতাকুণ্ডে জেলা পরিষদের পক্ষ থেকে ২০ প্রতিষ্ঠানকে অনুদান প্রদান

  প্রতিনিধি ৭ জুন ২০২০ , ৪:১৬:২৪ প্রিন্ট সংস্করণ

সীতাকুন্ড প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পরিষদ এর আয়োজনে সীতাকুণ্ডের বিভিন্ন শিক্ষা, ধর্মীয় সামাজিক প্রতিষ্ঠানে অনুদান প্রদান করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলার নির্বাহী অফিসার কার্যালয়ে মোট ২০ টি প্রতিষ্ঠানকে জেলা পরিষদের পক্ষ থেকে ৪৪ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।

ক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পরিষদ এর সদস্য আলহাজ্ব দিলসাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়।

অনুদান প্রাপ্ত ২০ টি প্রতিষ্ঠান হচ্ছেকথাকলি উচ্চ বিদ্যালয়, জাফরনগর অপর্নাচরন উচ্চ বিদ্যালয়, সামনীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জালাল আহমদ অটিস্টিক প্রতিবন্ধী স্কুুল, বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় শহীদ মিনার, শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সোনাইছড়ি ইউনিয়ন ২নং ওয়ার্ড, গফুর শাহ (রাঃ) মাদ্রাসা এতিমখানা, ঢালীপাড়া হাফেজিয়া মাদ্রাসা, শ্রীশ্রী রক্ষাকালী মন্দির মুরাদপুুর ইউনিয়র ২নং ওয়ার্ড, মুরাদপুর জামালিয়া দরবার শরীফ, বাড়বকুণ্ড বৌদ্ধবিহার, মীরসরাই ওয়াহেদপুর সোবহানিয়া মসজিদ, খুলশী কলোনি জামে মসজিদ খুলশী, আলী মিয়া চৌধুরী মসজিদ, বায়তুল হাসান মসজিদ কুমিরা, শিতলাবাড়ী মন্দির, পান্থশালা ধর্মাঙ্কুর বৌদ্ধবিহার, জয়কালীও রক্ষাকালী মন্দির এবং হাসান গোমাস্তা জামে মসজিদ।

ব্যাপারে চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলহাজ্ব .. দিলসাদ বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে আমার নির্বাচনী এলাকা সীতাকুণ্ড এবং আংশিক মীরসরাইতে করোনা ভাইরাস প্রদূর্ভাব চলাকালীন সময়ে প্রায় সাতশত পরিবাবের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জেলা পরিষদ সবসময় বিভিন্ন দূর্যোগকালীন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এবং নিয়মিত সাহায্য সহযোগীতা দিয়ে যাচ্ছে

আরও খবর

Sponsered content

Powered by