দেশজুড়ে

সীতাকুণ্ডে বিস্ফোরণ: আরও দুটি দেহাবশেষ উদ্ধার

  প্রতিনিধি ৭ জুন ২০২২ , ৬:১৪:৪৩ প্রিন্ট সংস্করণ

ঘটনাস্থল থেকে মরদেহ নিয়ে বের হচ্ছেন উদ্ধারকর্মীরা/ মেহেদি হাসান/ঢাকা ট্রিবিউন

ভোরের দর্পণ ডেস্ক:  ধ্বংসস্তূপ সরানোর সময় দুটি পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করা হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুটি দেহের পোড়া অংশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিস্ফোরণ ও আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৩ জনে।

মঙ্গলবার (৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, “ধ্বংসস্তূপ সরানোর সময় দুটি পোড়া লাশের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। পোশাক দেখে মনে হচ্ছে, তাদের একজন ফায়ার সার্ভিসের কর্মী, আরেকজন নিরাপত্তা কর্মী। তবে এ বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই।”

এর আগে, মঙ্গলবার সকালে ডিপোর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানান সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

আগুন লাগার পর রাসায়নিক পণ্যবোঝাই কন্টেইনারগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। এতে এখন পর্যন্ত ৪৩ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ইতোমধ্যে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।

আরও খবর

Sponsered content

Powered by