রংপুর

সীমান্তে ভারতীয় মহিষ আটক করেছে বিজিবি

  প্রতিনিধি ২২ জানুয়ারি ২০২১ , ৫:২৭:৩৩ প্রিন্ট সংস্করণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

 

দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা সীমান্তে ৪টি ভারতীয় মহিষ আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি মহিষগুলো আটক করে। এব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো জানান, মংলা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ভারত থেকে মহিষ পাচার করছিল। এসময় বিজিবির মংলা ক্যাম্পের সদস্যরা ছোট যমুনা নদীর পাড় থেকে ৪টি মহিষ আটক করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি দেখে চোরাকারবারিরা মহিষগুলো ফেলে পালিয়ে যায়। একই সময়ে ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরাও সীমান্তে টহল দেওয়ার সময় চৌঘরিয়া এলাকা থেকে পাচার হয়ে আসা ৪টি ভারতীয় মহিষ আটক করে। এর আগে ভাইগড় ক্যাম্পের সদস্যরা আরও ১টি মহিষ আটক করে। তিরি আরও জানান, আটক মহিষ সিজারলিষ্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হবে। যার মূল্য ২৩ লাখ ৫০ হাজার টাকা।

 

Powered by