রাজশাহী

সোনাতলার সম্মাননা পেলেন ৯ সাংবাদিক

  প্রতিনিধি ১৩ ডিসেম্বর ২০২২ , ৭:২২:৫৭ প্রিন্ট সংস্করণ

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সোনাতলায় সম্মাননা পেলেন ৯ সাংবাদিক। সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় স্থানীয় সামাজিক সংগঠন প্রভাতের আলো তরুণ সংঘ তাদের এ সম্মাননা প্রদান করেন। প্রভাতের আলো তরুণ সংঘের আয়োজনে ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সহযোগিতায় মঙ্গলবার সোনাতলা উপজেলা পরিষদ সভাকক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রভাতের আলো তরুণ সংঘের সভাপতি জেমস খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও সম্মাননা প্রাপ্তদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পাকুল্লা ইউপি চেয়ারম্যান লতিফুল বারী টিম, উপ-পুলিশ পরিদর্শক নূর ইসলাম ও প্রভাতের আলো সামাজিক সংগঠনের উপদেষ্টা ডা. জাকিরুল ইসলাম। আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মাননাপ্রাপ্ত অতিথি সোনাতলা প্রেসক্লাবের সভাপতি নিপুন আনোয়ার কাজল, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখন,সাবেক আহ্বায়ক  ইকবাল কবির লেমন ও মানবতা জাগ্রত হোক সামাজিক সংগঠনের সভাপতি আব্দুল্লাহ্ আল নোমান। অনুষ্ঠানে সোনাতলা প্রেসক্লাব সভাপতি নিপুন আনোয়ার কাজলকে সাংবাদিকতায় দক্ষ সংগঠকের ভূমিকা রাখায়, সাধারণ সম্পাদক ইমরান হোসাইন লিখনকে টিভি সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, সাবেক সভাপতি লতিফুল ইসলাম ও সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ্ আল মামুনকে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায়,সাবেক আহ্বায়ক ইকবাল কবির লেমনকে সৃজনশীল ও উদ্দীপনামূলক সংবাদ প্রকাশে বিশেষ অবদান রাখায়, সাবেক সাধারণ সম্পাদক বদিউদ-জ্জামান মুকুলকে বিশেষ প্রতিবেদন প্রকাশে অবদান রাখায়, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাককে অপরাধ বিষয়ক সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় এবং সাংবাদিক সাজেদুর আবেদীন শান্তকে ফিচার সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content

Powered by