দেশজুড়ে

সোনারগাঁয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ

  প্রতিনিধি ২০ সেপ্টেম্বর ২০২০ , ৪:৫২:০২ প্রিন্ট সংস্করণ

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় ২০হাজার ফুট জাল জব্দ করেন সোনারগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার। রবিবার দুপুরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় জাল বিক্রয়ের সাথে জড়িতরা পালিয়ে যায়। জব্দকৃত জালের আনুমানিক দাম প্রায় ৫ লাখ টাকা। পরে জব্দকৃত জাল উপজেলা চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সোনারগাঁও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, আগামী ১৪ই অক্টোবর থেকে ৪নভেম্বর পর্যন্ত সব নদীতে ইলিশ সহ সব ধরনের মৎস্য নিধন বন্ধ থাকবে। আর কারেন্ট জাল সবসময় নিষিদ্ধ এটা কখনই ব্যবহারের উপযুক্ত কোনো জাল নয় ।

আরও খবর

Sponsered content

Powered by