চট্টগ্রাম

স্বতন্ত্র থেকে সরে দাঁড়ালেন লিটন

  প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৩ , ৭:১৯:০৮ প্রিন্ট সংস্করণ

স্বতন্ত্র থেকে সরে দাঁড়ালেন লিটন

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম দাখিল করলেও অবশেষে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন প্যানেল মেয়র ও ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সবুর লিটন।

রোববার (৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের প্রার্থীতা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন লিটন।সংবাদ সম্মেলনে আবদুস সবুর লিটন বলেন, বঙ্গবন্ধুর নৌকার বিরুদ্ধে কোনদিনই প্রার্থী হইনি, কিংবা সবাই সেটা পারে না। মনোনয়ন না পেয়ে প্রথমে ক্ষোভের বশে প্রার্থীতা দাখিল করেছিলাম।

কিন্তু পরে চিন্তা করলাম, নৌকার বিরুদ্ধে আমি দাঁড়াতে পারবো না। নৌকা আমার আত্মা। আমি শেখ হাসিনার নৌকার পক্ষে কাজ করবো। তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম -১০ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম। সবসময় মানুষের সেবা করার চেষ্টা করেছি। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একজন কর্মী হিসেবে দলীয় আদর্শ থেকে কখনও বিচ্যুত হইনি। প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আমি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি।

আরও খবর

Sponsered content

Powered by