দেশজুড়ে

হাটহাজারীর ওসির অপসারণ দাবি বাবুনগরীর

  প্রতিনিধি ২৮ মার্চ ২০২১ , ৬:১৩:৫৯ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

 

প্রশাসনের কাছে হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলামের অপসারণ দাবি করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী।

রোববার বেলা ৩টায় হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ত্রিবেণী মোড়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

বাবুনগরী বলেন, ‘গত শুক্রবার বিনা উসকানিতে পুলিশ মাদরাসা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে। তাই এ ঘটনার দায়িত্ব পুলিশ প্রশাসনকে নিতে হবে। অবিলম্বে হাটহাজারী থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। এছাড়া চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন আহত ২০ নেতাকর্মীর সুচিকিৎসার নিশ্চিয়তা ও ব্যবস্থা সরকারকেই নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘তৌহিদী জনতার অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। হরতালে অংশগ্রহণকারীদের মোবারকবাদ জানাই। প্রশাসনকে বলবে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে কেউ উসকানিমূলক কাজ করবেন না। হরতাল শেষে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ব্যারিকেড তুলে দেয়া হবে। ছাত্রদের এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে।’

হরতাল শেষে হেফাজতের শুরা কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী কর্মসূচি দেয়া হবে বলেও জানান জুনায়েদ বাবুনগরী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বিক্ষোভে চারজন নিহতের ঘটনায় রোববার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম।

আরও খবর

Sponsered content

Powered by