দেশজুড়ে

হারানো ৩০ মোবাইল উদ্ধার করল এপিবিএন

  প্রতিনিধি ২ অক্টোবর ২০২৩ , ৭:১৫:২৫ প্রিন্ট সংস্করণ

হারানো ৩০ মোবাইল উদ্ধার করল এপিবিএন

২ এপিবিএন এর তৎপরতার কারনে বিভিন্ন সময়ে জনসাধারণের  হারিয়ে যাওয়া  ৩০ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫,৬৯৫

 টাকা উদ্ধারের পর তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে। 

২ এপিবিএন এর প্রেস সুত্রে জানানো হয় 

২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান  এর সার্বিক দিক নির্দেশনায়

এএসআই মোঃ রবিউল করিম সিকদারের তৎপরতায় বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা হতে হারিয়ে যাওয়া মোবাইলের জিডি মূলে তা উদ্ধার করে ২ এপিবিএন এর সাইবার টিম ও  ইন্টেলিজেন্স বিভাগ। 

এছাড়াও ভূচক্রমে কয়েকজন  গ্রাহকের মোট ৭৫,৬৯৫ টাকা অন্য একাউন্টে চলে যাওয়ার পর তা উদ্ধার করে ২ এপিবিএন। 

সোমবার ২ই অক্টোবর বিকেলে ২ এপিবিএন,মেঘলা, বান্দরবান কার্যালয়ে  বিভিন্ন জেলার জনসাধারণের হারিয়ে যাওয়া ত্রিশটি মোবাইল ফোন এবং ভুলক্রমে চলে যাওয়া বিকাশের টাকা উদ্ধার করে তা মূল মালিকের কাছে হস্তান্তর করেন ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

আরও খবর

Sponsered content

Powered by