দেশজুড়ে

হারিয়ে যাচ্ছে জাতীয় খেলা হা-ডু-ডু আগৈলঝাড়ায় জনতার ঢল

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২০ , ৭:১৮:৩৩ প্রিন্ট সংস্করণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : সভ্যতার ক্রমবিকাশ আর আধুনিকতার দৌরাত্মে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐহিত্যবাহী জাতীয় হা-ডু-ডু খেলা। আধুনিক সভ্যতার ছোঁয়া ও কালের বিবর্তনে মহাকালের পাতা থেকে ক্রমশ অস্পষ্ট হয়ে যাচ্ছে এসব খেলাধ‚লার নাম। হারিয়ে যাওয়া বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলাটির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে ও গ্রামের মধ্যে স¤প্রীতি রাখতে বুধবার বিকালে বরিশালের আগৈলঝাাড়া উপজেলার গৈলা যুবসংঘের উদ্যোগে বড়ইতলা বালুর মাঠে প্রীতিম্যাচ হাডুডু খেলার আয়োজন করা হয়। খেলায় অংশগ্রহন করে বড়ইতলা একাদশ ও শরিফাবাদ একাদশ। প্রায় বিলুপ্তির পথে জাতীয় এই খেলাকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। নারী পুরুষ ও শিশু থেকে শুরু করে বৃদ্ধা খেলা উপভোগ করেন। খেলায় শরিফাবাদ একাদশ গৈলা একাদশকে ২ গোলে হারিয়ে বিজয়ী হন। পরে বিজয়ীদেরকে পুরুষকৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজের ছাত্রলীগের সভাপতি বরুন কুমার বাড়ৈ, গৈলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কবির আকন, সাধারণ সম্পাদক সকোচ মন্ডল, গৈলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, নকুল মন্ডর, হান্নান সরদার, হারুন সরদার প্রমুখ।

আরও খবর

Sponsered content

Powered by