চট্টগ্রাম

১৫ বছর পর হতে যাচ্ছে ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন প্রার্থীদের মাঝে উদ্বেগ, উৎকন্ঠা

  প্রতিনিধি ৭ ডিসেম্বর ২০২০ , ৫:৫২:৩৬ প্রিন্ট সংস্করণ

১৫ বছর পর হতে যাচ্ছে ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন প্রার্থীদের মাঝে উদ্বেগ, উৎকন্ঠা

চাঁদপুর প্রাতানিধি: চাঁদপুরের মতলব উত্তরে দীর্ঘ ১৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ছেংগারচর পৌর যুবলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজের সাথে একধরনের ধোঁয়াশা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। কাউন্সিলের মাধ্যমে দলের তরুণ নেতাকর্মীরা নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন। তবে নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে এমন আশা করছেন দলের বয়োজ্যেষ্ঠ নেতারা। কে হচ্ছেন ছেংগারচর পৌর আওয়ামী যুবলীগের নতুন কাÐারি? এ প্রশ্নকে ঘিরেই সবার আগ্রহ আগামী ১২ ডিসেম্বরের সম্মেলনের দিকে। দীর্ঘ সময়ের পর সম্মেলন হচ্ছে তাই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার শেষ নেই। নতুন করে দৌড়ঝাঁপ শুরু হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থীদের মধ্যে। পৌর আওয়ামী লীগের সভাপতি পদে পৌর যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খাঁন, থানা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি। সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন খান, পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লা, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেন, পাঁচগাছিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল মাস্টার ছাড়াও আরো বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ইয়াছিন খান বলেন, আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সর্বদা জননেত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করেছি। আমি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। যুবলীগের বর্তমান কমিটির কার্যক্রমে দীর্ঘদিনের অচলাবস্থা কাটাতে তৃণমূল নেতাকর্মীরা নতুন মুখ দেখতে চাচ্ছে। তৃণমূল কাউন্সিলরদের সমর্থনেই আমি প্রার্থী হয়েছি। কাউন্সিলে ভোটারদের প্রত্যক্ষ ভোটে আমি নির্বাচিত হবো, ইনশাল্লাহ।

আরও খবর

Sponsered content

Powered by