দেশজুড়ে

১৭ বছরেও বিচার হয়নি ছাত্রলীগ নেতা শহীদ হত্যার

  প্রতিনিধি ৫ জুন ২০২০ , ৫:৪৮:০০ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম শহীদ হত্যার বিচার ১৭ বছরেও হয়নি। তার ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্বরণ সভা মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা শ্রমিক লীগ। গতকাল বৃহস্পতিবার ( জুন) বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে আয়োজিত সভায় হত্যাকারীদের ফাঁসির দাবি করা হয়।

এদিকে দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার বাগবাড়ি এলাকায় পরিবার, জেলা পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে নিহত শহীদের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মিলাদের আয়োজন করা হয়।

জেলা শ্রমিক লীগের আহবায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা বিজন বিহারী ঘোষ, আবদুল মতলব, রাসেল মাহমুদ মান্না, আহসানুল কবির রিপন, মোজাম্মেল হায়দার ভূঁইয়া মাসুম, জহির উদ্দিন বাবর, সৈয়দ আহম্মদ পাটওয়ারী, শেখ জামান রিপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা বেলায়েত হোসেন বেলাল, জেলা শ্রমিক লীগের যুগ্মআহবায়ক ইউছুফ পাটওয়ারী সাবেক ছাত্রলীগ নেতা চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০০৩ সালের জুন দুর্বৃত্তরা এম শহীদকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার ১৭ বছর পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি পরিবারটি। তারা অবিলম্বে হত্যাকারীদের ফাঁসির দাবি জানায়।

আরও খবর

Sponsered content

Powered by