চট্টগ্রাম

২৪ বছর পর সীতাকুণ্ড থেকে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

  প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৫:২০:৩৮ প্রিন্ট সংস্করণ

সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি :    

চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে ২৪ বছর পর হত্যা মামলার পলাতক আসামি দুলাল চন্দ্র দে’কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৭)। বৃহস্পতিবার রাতে উপজেলার মহাদেবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সংবাদ বিজ্ঞাপ্তিতে জানান, র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, সীতাকুণ্ড থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক প্রধান আসামী দুলাল চন্দ্র দে মহাদেবপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে করে আসামী দুলাল চন্দ্র দে’কে আটক করে। দুলাল উপজেলার মহাদেবপুর এলাকার সুনীল চন্দ্র দের পুত্র। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় ১৯৯৯ সালের একটি হত্যা মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন। জিজ্ঞাসাবাদে সে শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি বলে স্বীকার করে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। 

Powered by