আন্তর্জাতিক

৮৬ বছর পর বর্ণিল সাজে আয়া সোফিয়া

  প্রতিনিধি ৯ মে ২০২১ , ৮:১১:২৭ প্রিন্ট সংস্করণ

ভোরের দর্পণ ডেস্ক:

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে তুরস্কের ইস্তাম্বুলে দৃষ্টিনন্দন স্থাপনা আয়া সোফিয়া। ৮৭ বছরের মধ্যে এই প্রথম সেখানে লাইলাতুল কদর উদযাপিত হয়েছে। 

এ বছর ইস্তাম্বুলের স্থানীয় সরকারের ব্যবস্থাপনায় আয়া সোফিয়ার মিনারগুলোর মধ্যে বিশেষ বৈদ্যুতিক আলোকরশ্মি যুক্ত করার পাশাপাশি মিনারগুলোর মাঝে আলোকরশ্মিতে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’ লেখা হয়েছে। শনিবার (৮ মে) সেখানে ইবাদত বন্দেগির ব্যবস্থা করা হয়।

দীর্ঘ ৮৬ বছর পর গত বছরের জুলাইয়ে আয়া সোফিয়া মসজিদে পরিণত হয়। মসজিদে পরিণত হওয়ার পর প্রথমবার সেখানে লাইলাতুল কদর পালিত হলো।

‘আয়া সোফিয়া’ পৃথিবীর অন্যতম প্রাচীন নান্দনিক স্থাপত্য শিল্প। তুরস্কের ইস্তাম্বুলে দেড় হাজার বছরের পুরনো এ ধর্মীয় স্থাপনাটি রোমান-বাইজেন্টাইন সম্রাটদের আমল থেকে প্রায় এক হাজার বছর খ্রিস্ট ধর্মের অন্যতম প্রধান চার্চ থাকলেও অটোমান সাম্রাজ্যে তা টানা পাঁচশত বছর ছিল মুসলিমদের মসজিদ। ১৯৩৫ সাল থেকে ২০২০ সালের ২৩ জুলাই পর্যন্ত তা ছিল মিউজিয়াম। ২৪ জুলাই ২০২০ থেকে জুম্মার নামাজের মাধ্যমে তা আবার পরিবর্তন করা হয় মসজিদে।

সূত্র: ডেইলি সাবাহ

আরও খবর

Sponsered content

Powered by