বাংলাদেশ

হাজী সেলিমকে জামিন দেয়নি আপিল বিভাগ

  প্রতিনিধি ১ আগস্ট ২০২২ , ৪:৩৯:৫৪ প্রিন্ট সংস্করণ

File Photo

ভোরের দর্পণ ডেস্কঃ

দুর্নীতির মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাজী সেলিমের করা লিভ টু আপিল আগামী ২৩ অক্টোবর শুনানির জন্য নির্ধারণ করে তার জামিন আবেদনটি নথিভুক্ত করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

আজ সোমবার (১ আগস্ট) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন।

শুনানিতে হাজী সেলিমের শারীরিক অসুস্থতার কথা বলে জামিন চান তার আইনজীবী। এসময় দুদকের আইনজীবী বলেন, উনি অসুস্থ হলে, সেটি কারা কর্তৃপক্ষ জানানোর কথা।

প্রসঙ্গত, গত ২৫ এপ্রিল হাজী সেলিমের হাইকোর্টের সাজার রায়ের কপি নিম্ন আদালতে পাঠানো হয়। হাইকোর্টের রায় অনুযায়ী, বিচারিক আদালতে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি পৌঁছালে সেদিন থেকে ৩০ দিনের মধ্যে হাজী সেলিমকে আত্মসমর্পণ করার কথা বলা হয়। গত ২২ মে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে, জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় হাজী সেলিমকে।

এর আগে ২০২১ সালের ৯ মার্চ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হাজী মোহাম্মদ সেলিমকে বিচারিক আদালতের দেওয়া ১০ বছর কারাদণ্ডাদেশ বহাল রাখে হাইকোর্ট।

আরও খবর

Sponsered content

Powered by