দেশজুড়ে

করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে পুলিশ সদস্যের মৃত্যু

  প্রতিনিধি ১২ মে ২০২০ , ৬:৩০:৪৬ প্রিন্ট সংস্করণ

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে কোভিড-১৯ রোগের উপসর্গ নিয়ে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।

সোমবার (১১ মে) রাতে এ পুলিশ সদস্যের মৃত্যু হয়।

মৃত জয়নাল আবেদীন (৫৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার সঠিখোলা এলাকার বাসিন্দা। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন সাংবাদিকদের জানান, উপসর্গ নিয়ে ১০ মে দুপুর ১টা ১০ মিনিটে ভর্তি হওয়া ওই ব্যক্তি অবজারভেশনে ছিলেন। সোমবার (১১ মে) রাতে তার মৃত্যু হয়।

এদিকে তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলে তার রিপোর্ট নেগেটিভ আসে। অর্থাৎ সে করোনায় আক্রান্ত নন বলে জানিয়েছেন পরিচালক।

তবে মরদেহ থেকে পুনরায় নমুনা সংগ্রহ করে করোনা ওয়ার্ডে পাঠানো হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content