প্রতিনিধি ১৯ অক্টোবর ২০২৩ , ৭:১৯:০৯ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠির শেখেরহাট ইউনিয়নের শিরযুগ গ্রামে হোসনে আরা নূরী নামে এক বৃদ্ধাকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে বাড়ি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
হোসনে আরা নূরী ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বাড়িতে ওই বৃদ্ধা তাঁর নাতি রায়হানকে নিয়ে থাকতেন।
প্রতিবেশীরা জানায়, বৃহস্পতিবার সকালে নূরী বেগমের ক্ষেতের পেঁপে ও কলা কেনার জন্য স্থানীয় দুলাল শেখ এসে ডাকাডাকি করেন। এ সময় কোনো সাড়া না পাওয়ায় এবং ঘরে সিঁধ কাটা দেখে সন্দেহ হয় তাঁর। এ সময় আশপাশের লোকজন ও গ্রামের দফাদারের সহায়তায় পুলিশকে বিষয়টি জানানো হয়।
পরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ইমরান শেখ ও সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার ঘটনাস্থলে এসে দরজা ভেঙে রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন।
এ ঘটনার পর বৃদ্ধার নাতি রায়হানকে এলাকায় দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ইমরান শেখ জানান, ঘরের পশ্চিম দিকে সিঁধ কাটা রয়েছে। ঘুমন্ত অবস্থায় নূরী বেগমকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।