প্রতিনিধি ২০ এপ্রিল ২০২০ , ৭:১৩:৪৮ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নবগ্রাম ইউনিয়ন বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীদের সহযোগিতায় ১৮০টি পরিবারের মাঝে বারি বারি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ঝালকাঠি সদর উপজেলার ৩নং নবগ্রাম ইউনিয়নে অসহায় খেটে খাওয়া , দিনমজুর, গরিব ও মধ্যবিত্ত ১৮০টি পরিবারের মাঝে জাতীয়তাবাদী দলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
১৯ এপ্রিল রবিবার সকালে নবগ্রাম ইউনিয়নে সদর উপজেলার যুবদলের সাধারণ সম্পাদক খান আনিসুর রহমান পানু এর নেতৃত্বে নবগ্রাম ইউনিয়নে ১৮০টি পরিবারের মাঝে বাড়িতে বাডিতে় গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্য সামগ্রী বিতরণ করে। এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি চিঁড়া , ১ কেজি চিনি ১ কেজি বুট ও ৫০০গ্রাম খেজুর ।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, নবগ্রাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, মোঃ টিপু সুলতান মল্লিক, মোঃ হেলাল ফকির, মোঃ জুলহাস, মোঃ সজিব তালুকদার, মোঃ নবীন কাজি, মোঃ ছালাম গাজী, মোঃ মামুন হাওলাদার, মোঃ আবু সাইয়েদ প্রমুখ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নবগ্রাম ইউনিয়ন শাখার নেতা কর্মীদের সহযোগিতায় করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের পাশে দাড়ানোর জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে।