প্রতিনিধি ৫ মে ২০২০ , ৪:৫১:৪১ প্রিন্ট সংস্করণ
হাওরাঞ্চল প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের রুবেল মিয়া (২৩) নামের এক মাদকব্যবসায়ীকে তাঁর নিজ বসত ঘরের ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের কুড়িকাহনিয়া গ্রামের রুবেল মিয়া একজন মাদকব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তিনি গোপনে এলাকায় মাদকব্যবসা চালিয়ে আসছিলেন।
মঙ্গলবার সকাল নয়টার দিকে তিনি নিজ বসত ঘরের ভেতরে থেকে গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওইদিন সকাল সাড়ে নয়টার দিকে অভিযান চালিয়ে ওই মাদকব্যবসায়ীর বসত ঘরের ভেতর থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ সহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থাকায় একটি মামলা হয়েছে।