দেশজুড়ে

নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  প্রতিনিধি ১৩ মে ২০২০ , ৮:০৮:২২ প্রিন্ট সংস্করণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : নকলায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উরফা ইউনিয়নের শোমেশ্বরী নদীতে একটি অসৎ চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল নকলা সহকারী কমিশনার ভুমি তাহমিনা তারিন বুধবার অভিযান চালিয়ে তোফাজ্জলের দুই টা ড্রেজারে বালু উঠছিল তার মধ্যে একটি পুড়িয়ে দেয় অন্যটি হালুয়াঘাটে নিয়ে গোপন করে

অভিযোগ রয়েছে শোমেশ্বরী নদীতে প্রায় ৫০ একর জমি দখল করে সঙ্গবদ্ধ চক্র তোফাজ্জল, রুবেল, জসিম দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে বিভিন্ন নেতাদের মাসোয়ারা দিয়ে আসছিল খোদ প্রশাসন জসিমকে চার বার পুলিশ দিয়ে ধরিয়ে আনলেও প্রভাবশালী নেতার সুপারিশে থানা থেকে বেড়িয়ে যায় গুরুত্বর অভিযোগ জসিম লাখ লাখ টাকার বালু তোলে নকলার শীর্ষস্থানীয় দুই নেতাকে বকশিশ দিয়ে দীর্ঘদিন যাবৎ সরকারের মুল্যবান সম্পদ নষ্ট করছে

বুধবার অভিযানে নেতৃত্ব দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিন এসময় তার সঙ্গে ছিলেন, নায়েব মোকছেদ আলী, তৌজি, রাসেদুল, এএসআই রতন কুমার চৌধুরী প্রমুখ

 

আরও খবর

Sponsered content